এস.এম মজনু, পাটকেলঘাটা থেকে: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা চারা বটতলা নামক স্থানে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে দ্রুত গতির আলম সাধু চালক নিয়ন্ত্রন হারিয়ে বাম পাশের একটি টল দোকান ঘর মুখে করে নিয়ে নর্দমায় গিয়ে পড়ে চালক আহত হলেও টল দোকানে থাকা ৫ বছরের শিশু ও তার পিতা সুস্থ রয়েছে। জানাগেছে, তালা জাতপুর বাজার থেকে আলম সাধু চালক ঐ গ্রামের চৈতন্য পালের পুত্র সুভাষ পাল (৩৫) পাটকেলঘাটা আসছিল চাউল নিতে। আসার পথে আলম সাধুর গতি বেশি থাকায় কুমিরা নামক স্থানে ভাবীর হোটেলের পাশে তার ছেলের টল দোকানের ভিতরে বসা ছিল সাকিব ও তার শিশু পুত্র। ঐ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে আলম সাধু টল দোকানটি মুখে করে নিয়ে নর্দমায় পড়ে। চালক আহত হলেও পিতা পুত্র সুস্থ আছে।