কিশোর কুমার: পাটকেলঘাটা থেকে এক কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পাটকেলঘাটা বাজারের লাল চন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লালচন্দ্রপুর এলাকার আহম্মদ শেখের ছেলে শেখ রাশেদুজ্জামান বাবু ও মৃত মোহাস্মদ আলীর ছেলে ইবাদুল গাজী। ডিবি পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে পাটকেলঘাটার লার চন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে এক কেজি গাঁজাসহ বাবু ও ইবাদুল গাজীকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, মাদক সম্রাট বাবু এলাকায় বিভিন্ন অপকর্ম সাথে জড়িত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছিল। তার আটকের খবরে এলাকায় স্বস্থির নিশ্বাস ফিরে এসেছে। আমরা তার শাস্তির দাবি জানাই। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানান, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।