নব কুমার দে, তালা: তালায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টায় জেলহত্যা দিবস উপলক্ষে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড় থেকে এক র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচ রাস্তা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জি. শেখ মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ইদ্রিস হোসেন, এড. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, শাহ আলম টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।