নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় চুরির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তাদের খলিষখালী এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হল, খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামের মজিবর সরদারের ছেলে আওয়াল সরদার (২৮) ও একই এলাকার লতিফ সরদারের ছেলে নজরুল ইসলাম (২৪)। খলিষখালী ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার এলাকায় কয়েকটি বাড়িতে চুরি করে এই চোর চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বিকার করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সেপার্দ করা হয়েছে।