নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আলমগীর মোড়ল (২৮)নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার মিঠবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক আলমগীর পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি এলাকার মৃত করিম মোড়লের ছেলে। থানা পুলিশ জানায়, মঠবাড়ি এলাকার সিংগাপুর প্রবাসীর স্ত্রীকে (২০) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসত একই এলাকার যুবক আলমগীর । গত ২৩ ডিসেম্বর রাতে ওই গৃহবধু প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসলে বাড়ির পাশে থাকা কচু বাগানে জোর পূর্বক ধর্ষণ করে আলমগীর মোড়ল সহ তার সহযোগী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সাগর সরদার (২৬)। পরবর্তীতে ঘটনাটি ওই গৃহবধু তার পরিবারকে জানালে ২৪ ডিসেম্বর তার শ্বশুর বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ধর্ষণ মামলায় আলমগীর নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।