
কিশোর কুমার: পাটকেলঘাটায় কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরুলিয়া ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহিদুজ্জান পাইলটের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি এড. আল মাহমুদ পলাশ, সেলিম রেজা মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মারুফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জিএম শহিদুল ইসলাম প্রমুখ। পরিচিতি সভায় বক্তারা ৩রা নভেম্বার জাতীয় জেল হত্যা দিবস পালনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৩ তারিখ খুলনার জনসভাকে সফল করার লক্ষ্যে আলোচনা করেন।