পাটকেলঘাটা সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে গৃহহীন পরিবার এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটায় ২১টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকালে পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের পুটিয়াখালীতে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই"র সভাপতিত্বে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, সহকারী ভুমি কমিশনার রুহুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুর্শিদা পারভীন পাপড়ি প্রমুথ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা বাংলাদেশে কোন পরিবার গৃহহীন থাকবে না। এই ধারাবাহিকতায় পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নে গৃহহীন ২১ পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তারা।