নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ে আবহাওয়ার প্রতিকুলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন। সেই লক্ষ্যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন মানুষের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন সাতক্ষীরার নব্বইয়ের দশকের ছাত্রনেতা হাসিমুখ-সেঞ্চুরি একাডেমির পরিচালক ও গ্রিন এনভায়র্নমেন্ট মুভমেন্টের সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন। কখনো পথচারিদের হাতে গাছের চারা প্রদান, আবার কখনো ভ্যান চালকদের মাঝে গাছের চারা তুলে দিচ্ছেন, গাছ নিয়ে হাজির হচ্ছেন মসজিদে মসজিদে। মঙ্গলবার সাতক্ষীরা পাওয়ার হাউস মসজিদে যোহরের আগ মূর্হুতে গাছের চারা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। যোহর নামাজ শেষে উপস্থিত সকল মুসুল্লিদের মাঝে গাছের চারা প্রদান করা হয়। সাতক্ষীরা পাওয়ার হাউস মসজিদের ইমাম সাহেব নিজ হাতে গাছের চারা প্রদান করেন। কিছু দিন আগে সদর থানা জামে মসজিদে গাছের চারা প্রদান করেছিলেন।