প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
পাওনা টাকা চাইতে গিয়ে আশাশুনিতে অধ্যক্ষ অপদস্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে পাওনা টাকা চাইতে গিয়ে এক কলেজ অধ্যক্ষ ও তার সঙ্গী সাংবাদিক অপদস্ত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে আশাশুনি প্রেস ক্লাবে অপদস্ত অধ্যক্ষ ও সাংবাদিক সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গৌরপদ মন্ডল জানান, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দীন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে মনোনিত হন। ফলে, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ পদটি শূন্য হয়। উক্ত অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান বিষয়ে বিদ্যালয়ের তৎকালীন সভাপতি আওয়ামীলীগের সাতক্ষীরা ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ এস এম মোখলেছুর রহমানের সঙ্গে কথা বলি। তখন মোখলেছুর রহমান বলেন, অধ্যক্ষ পদে নিয়োগ পেতে বিদ্যালয়ের উন্নতিকল্পে ৫ লক্ষ টাকা দিতে হবে এবং ইন্টারভিউ বোর্ডের সকল খরচ বহন করতে হবে। টাকা দেওয়ার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রদান করা হবে। ডাঃ এস এম মোখলেছুর রহমান সাহেবকে বিশ্বাস করে গত ০১/১২/২০২২ তারিখে ডাঃ মোখলেছুর রহমানের সাতক্ষীরাস্থ বাসভবনে গিয়ে আমার স্ত্রী রীনা রায়ের হাত দিয়ে তাঁর হাতে নগদ ৫ লক্ষ টাকা তুলে দেই। যার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংরক্ষিত আছে। মোঃ শিহাব উদ্দীন পূর্ব থেকেই ডাক্তার সাহেবের বাড়িতে ছিলেন। আমাকে আরও জানান, চাকুরী দিতে না পারলে টাকা ফেরত দেবো। ডাঃ মোখলেছুর ও শিহাব উদ্দীন যোগ-সাজস করে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষসহ ৭টি পদে নিয়োগ প্রদানের নামে বহু নিরীহ চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে প্রায় ৭০/৭২ লক্ষ টাকা আত্নসাৎ করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি আরও বলেন, আজ (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার শিহাব উদ্দীনের গ্রামের বাড়ি যাই। দৈনিক পত্রদূত সাংবাদিক আহমদ আলী বাচা আমার সাথে ছিলেন। পাওনা টাকার বিষয়ে তার সংগে আলাপ কালে সে চরম দুর্ব্যবহার করে ও গায়ে হাত তোলে। এসময় মামুনসহ তার পোষা গুন্ডাবাহিনী ডেকে মোবাইল ও মোটর সাইকেলের চাবি তুলে নিতে চায়। তাদের হাতে চাকু, হাতুড়িসহ অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। আমি ও সাংবাদিক বাচা ভাই কোন রকমে প্রাণ নিয়ে একপ্রকার তাড়া খেয়ে ফিরে আসি। আমরা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সাংবাদিক আহমদ আলী বাচা জানান, আমি সাংবাদিক হাসাবে তথ্য সংগ্রহের খাতিরে সেখানে ছিলাম। কিন্তু আমাকে লাঞ্চনা, মোবাইল কেড়ে নেওয়াসহ হুমকীতে অপদস্ত হয়ে প্রাণ নিয়ে ফিরেছি।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.