
পাইকগাছা প্রতিবেদক:
পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সরল ৫নং ওয়ার্ডস্থ পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কার্যালয় ইউনিভার্সাল এডাস স্কূলে পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সুব্রত কুমার রপ্তান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল মেয়র কবিতা রানী দাশ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শেখ আনিসুর রহমান মুক্ত। প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ডাঃ সঞ্জীব কুমার সরকার, তাপস সরকার, দিলীপ রায়, সাধনা রায়, আব্দুল খালেক, জগদীশ রায়, প্রধান শিক্ষক প্রদীপ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।