পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলা পরিষদের শিশু পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিশু পার্ক অত্র এলাকার একমাত্র বিনোদন পার্ক। দীর্ঘ দিন সংস্কার না করায় অযত্নে অবহেলায় পড়ে ছিল। প্রতিদিন দূরদুর্দান্ত থেকে কোমলমতি শিশুরা এসে নিরাশ হয়ে ফিরে যেত। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে সংস্কারের উদ্যোগ নেয়া হয়। সংস্কার কাজ শেষ হলে সোমবার সকালে উপজেলা পরিষদস্থ এ বিনোদনমূলক পার্কটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ইউপিইটিসি মো. ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ, বিআরডিবি কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।

