
পাইকগাছা প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আইনজীবী পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির ৬৮ ভোটারের মধ্যে ৬৬ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এড. অজিত কুমার মন্ডল সভাপতি ও সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এড. অনাদিকৃষ্ণ মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে এড. অজিত কুমার মন্ডল সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার অপর দুই প্রতিদ্ব›দ্বী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের এড. আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী এড. প্রশান্ত কুমার মন্ডল ১১টি করে ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এড. অনাদিকৃষ্ণ মন্ডল ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী এস এম মুজিবর রহমান পেয়েছেন ৩০ ভোট। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৬ জয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে এড.এম এম ইদ্রীসুর রহমান ৩০ ভোট , ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয় কৃষ্ণ মন্ডল ৩৪ ভোট, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সরদার সুবেহ সাদিক ৩৩ ভোট এবং সদস্য পদে সমীর কুমার বিশ্বাস ৩৮ ভোট ও মোঃ নজির আহম্মদ ৩৪ ভোট। অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ৫ জয়ী প্রার্থী হলেন, সহ-সভাপতি পদে জিএম আককাছ আলি ৪৪ ভোট, যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী ৩২ ভোট, সদস্য পদে একরামুল হক বিশ্বাস ৩৬ ভোট এবং ইতোপূর্বে লাইব্রেরী সম্পাদক এড. মোঃ মোহতাছিম বিল্লাহ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এড. মোঃ শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ বারিকুল ইসলাম ও রেখা রানী বিশ্বাস।