পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মৎস্য অফিস চত্ত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি পাইকগাছার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত মাছের খাদ্য, সার, চুন, খৈল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ছাত্রলীগের মোঃ মাজহারুল ইসলাম মিথুন, শাহিন শাহ বাদশা, আব্দুর রহিম সহ সুফলভোগীবৃন্দ।