
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক:
পাইকগাছায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে উক্ত ধান রোপনের উদ্বোধন করেন খুলনা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক।
স্বাগত বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা প্রকৌশলী দিপংকর কুমার বালা, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উপসহকরী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ধ্রæবজোতি সরকার।
বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার বিল্লাল হোসেন, সরাজ উদ্দীন মোড়ল, শেখ তোফায়েল আহমেদ তুহিন ও আবুল কালাম আজাদ, কৃষক জি এম আব্দুস ছাত্তার, তাহজুদ্দীন শেখ, মোঃ লুৎফর রহমান সহ স্থানীয় এলাকাবাসী। এ সময় প্রধান অতিথি বলেন, সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন করলে প্রতি ঘন্টায় ১ জন শ্রমিকের মাধ্যমে ১বিঘা জমি চাষ করা যায়। এভাবে প্রতিদিন ৮ঘন্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থে অপচয় কমে যাবে। সনাতন পদ্ধতিতে ৮ বিঘা জমিতে ৩৫ টি শ্রমিক লাগবে।খরচ তিনগুন বেশি হবে।
এ এলাকায় সমলয় পদ্ধতির চাষ প্রথম। উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটিতে এবার ১৫০ বিঘা জমিতে স্থানীয় কৃষকরা আমাদের কৃষি অফিসের সহতায় এ চাষ করছে। আগামীতে এ পদ্ধতি দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে বলে আশা করছে কৃষি বিভাগ।