পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট (লোনা পানি) কেন্দ্রে মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লোনা পানি কেন্দ্রের অডিটোরিয়ামে বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট (লোনা পানি) কেন্দ্রে প্রধান অতিথি হিসমােেব উপস্থিত থেকে পোনা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। লোনা পানি কেন্দ্রের উপ-পরিচালক ড. লতিফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময়ে উপস্থিত ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল ও মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার, যুবলীগের এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, শাহিন শাহ বাদশা সহ সুফলভোগী মৎস্য চাষীবৃন্দ।
পাইকগাছায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ
পূর্ববর্তী পোস্ট