পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজ পরিকল্পনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, থানার অফিসার ইনচার্জ এজাজ শফী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও সাবেক কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, আঃ রাজ্জাক মলঙ্গী, জামির হোসেন, রনজিৎ কুমার সরকার, কাজী তোকারেম হোসেন, মাহবুবুল আলম, মোঃ আঃ আজিজ, মোঃ আমজেদ আলী, আঃ মাজেদা সরদার, আব্দুল সবুর, ফয়জুল বারী সহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ।