
প্রমথ সানা, পাইকগাছা থেকে: পাইকগাছার দেলুটি জামে মসজিদের একমাত্র পুকুর খনন ও সংরক্ষণের ব্যবস্থা করায় ৪ শত মুসলিম পরিবারের পানীয় জলের অভাব পুরণ হয়েছে।
উপজেলার চারিদিকে দ্বীপ বেষ্টিত ১২ টি গ্রাম নিয়ে দেলুটি ইউনিয়ন। যার মধ্যে দেলুটি গ্রামে কিছু মুসলমান দরিদ্র লোকের বসবাস। মসজিদ সংলগ্ন ছোট একটি পুকুরের পানি ছাড়া এলাকাবাসীর ওজু ও খাওয়ার কাজে ব্যবহার করার আর কোন উপায় নেই। চারিপাশে নদী দ্বারা বেষ্টিত দ্বীপের মধ্যে বসবাস দেলুটিবাসীর। নদীতে লবণাক্ততার কারণে ইউনিয়নে কোথাও কখনও নলকুপ বা কোন কিছুই সফল হয়নি। অন্য এলাকা থেকে পানি কিনে বা বৃষ্টির পানি সংরক্ষণ করে সারা বছর চাহিদা মিটানো হয়ে থাকে। এদিকে শিবসা নদীর পশ্চিম পাশে নদীতে লবণ পানি থাকলেও একমাত্র পুকুরের কোন লবণাক্ততা নেই। যেকোন সময় নদীর পাড় ভেঙ্গে লবণ পানি ঢুকে ক্ষতির আশঙ্কা করছিল এলাকাবাসী। এজন্য স্থানীয় কয়েকজন মুসল্লী উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের স্মরণাপন্ন হন। তিনি সরেজমিনে যেয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। যার অংশ বিশেষ মঙ্গলবার সকালে পাড় সংরক্ষণে বালু ভর্তি জিওটেক ব্যাগ নিজ উপস্থিত থেকে নিজ অর্থে মজবুত করে দেন। এছাড়া গত ফেব্রæয়ারী মাসে পুকুরটি খননের জন্য মসজিদ কর্তৃপক্ষের কাছে লক্ষাধিক নগদ অর্থ প্রদান করেন। কেএফডি-৮৯ বন্ধু ফোরামে আর্থিক অনুদানে চেয়ারম্যান তুহিনে তত্ত্বাবধানে করা হয়। ফলে ৪’শ পরিবারের পানীয় জলের অভাব পুরণ হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,চেয়ারম্যান তুহিন সাহেবে এ কাজটি মানবিক এবং মহৎ কাজ। এধরনে কাজে সকল জনপ্র্রতিনিধিদের এগিয়ে আসা উচিৎ।