
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী প্রঙ্গণে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের উপর সহিংস ঘটনার প্রতিবাদে গণ অনশন, গণ অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অজিত কুমার মন্ডল। সাধারণ সম্পাদক তৃপ্তিরঞ্জন সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা নেতা সাবেক সহকারি অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহ-সভাপতি মনোহর সানা, প্রাণকৃষ্ণ দাশ, সন্তোষ সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বিজন বিহারী সরকার, প্রণব কান্তি মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, অবঃ শিক্ষক দিলীপ কুমার দাশ, গৌরঙ্গ মন্ডল,জগদীশ রায়, গৌতম মন্ডল, সাংবাদিক বি সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রমথ সানা, পূর্ণ চন্দ্র মন্ডল, উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশন সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও, বাবুরাম মন্ডল, সুনিল মন্ডল, উত্তম দাশ, নির্মল অধিকার, পঞ্চানন সানা, জগদীশ দে, বিমল সরদার, একনেকে সরদার, রিংকু রায়,সঞ্জয় সরদার, দীলিপ ঢালী,অখিল মন্ডল, অনুকূল ব্যানার্জী, শিবুপদ সরকার, প্রজিত রায়, কল্লোল মল্লিক, দেবব্রত মন্ডল, সুভাষ বৈরাগী, সুবাস রায়, সমীরণ কৃষ্ণ দাশ, দিলীপ দাশ, পরিমল মন্ডল, শংকর মন্ডল, মনোজিত মন্ডল, উজ্জ্বল মন্ডল, বিনয় মন্ডল, কার্ত্তিক মন্ডল, রাজেশ মন্ডল, তাপস ঘোষ, কৃষ্ণেন্দু দত্ত, মধুসুদন হলদার, নিমাই রায়, সমিরণ চক্রবর্তী, প্রকাশ বিশ্বাস, পলাশ রায়, নির্মল দাশ, করুণা মন্ডল, সনজিত সরকার সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
অপরদিকে, বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাইকগাছা উপজেলা কমিটির উদ্যোগে পৌরসভাস্থ কোর্ট মোড়ে প্রধান সড়কে উপজেলা কমিটির সাধারন সম্পাদক কমঃ এ্যাডঃ প্রশান্ত মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কমিটির সাবেক সভাপতি কমঃ গুলজার রহমান। সাধারণ সম্পাদক কমঃ অমল কৃষ্ণ মন্ডল ও সদস্য কমঃ এস এম আফজাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, কমঃ পলাশ দাশ, রামপ্রসাদ সাধু, খালেক সরদার, প্রশান্ত সানা, অজিত বর্মন, আজিজুল ইসলাম, জয়ন্ত মুখার্জী, শংকর মন্ডল, রাজ্জাক সরদার, শেখ নাভিদ আহমেদ সাম্য, নারায়ন চন্দ্র মন্ডল, বলরাম বাইন, রিনা রানী মন্ডল প্রমূখ।