পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পক্ষ থেকে এ সব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বৃহস্পতিবার সকাল ১০ টায় ৬০ জন সদস্য-সদস্যার মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আশালতা খাতুন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফসহ ইউনিয়ন পর্যায়ের আনসার ও ভিডিপির লিডার ও কমান্ডারগণ।