প্রমথ সানা, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান"এ শ্লোগানকে সামনে রেখে বর্ষা মৌসুমে পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ বৃক্ষ রোপন কর্মসুচি গ্রহন করে বিভিন্ন স্থানে ফলজ-বনজ ও ঔষধি গাছ লাগানো শুরু করেছে। দলীয় সুত্র জানায়, খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু প্রদত্ত বিভিন্ন প্রজাতির ৩ হাজার গাছের চারা ইতোমধ্যে পৌরসভা সহ ১০ ইউপিতে পাঠানো শুরু হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদক ও পদ-পদবীধারী নেতা-কর্মীরা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে সংরক্ষিত এ সব গাছের চারা গ্রহন করেন।চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কমিটি সদস্য আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউনিয়ন কমিটির গোলাম মোস্তফা, বিভুতী সানা, শংকর দেবনাথ, নির্মল ঢালী, ইকবাল হোসেন খোকন, নির্মল মন্ডল, সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌতম রায়, জামাল হোসেন, পার্থ প্রতিম, সাহেব আলী, সুরচিত রায়, প্রনিত কুমার প্রমুখ।