পাইকগাছা প্রতিবেদক:
পাইকগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম'র সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রেজায়েত আলী, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্যানেলমেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কাজল বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, আবুল কালাম আজাদ ও জিএম আব্দুস সালাম কেরু, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ আশালতা খাতুন, আজিজুল হাকিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।