
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ১০ দিন অবরুদ্ধ থাকা অবস্থায় প্রেমিকের বাড়ী থেকে কিশোরী প্রেমিকাকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাটাবুনিয়া গ্রামে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতে প্রেমিকের বাবা মধু সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা জানান, কাটাবুনিয়া গ্রামের মধু সরদারের ছেলে বিকাশ সরদার। প্রেমের সম্পর্কে বিকাশ পাশ্ববর্তী কৈয়েসিটিবুনিয়ার বাবুরাম গাইনের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২২ নভেম্বর ফুসলিয়ে তাদের বাড়ীতে নিয়ে আসে। বিয়ে ছাড়াই কপালে পরিয়ে দেয় সিঁদুর। বার বার মেয়েকে নিতে গেলেও তাকে না দিয়ে ১০ দিন অবরুদ্ধ রাখে। অবশেষে মেয়েকে অবরুদ্ধ দেখিয়ে মেয়ের বাবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে ভিকটিম উদ্ধারের নির্দেশ দেন। সে অনুযায়ী তিনি বুধবার সকালে মধু সরদারের বাড়ী থেকে ভিকটিককে উদ্ধার করেন। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদÐ প্রদান করেন। উভয় পক্ষ অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।