প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
পাইকগাছার শিবসা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছার শিবসা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল (৩৫) নামে এক যুবক কে উদ্ধার করেছে পুলিশ। ২ নভেম্বর রোববার ভোরে থানা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় কার্যালয়ের সামনে শিবসা নদীর চর থেকে ওই যুবক কে জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। উদ্ধার হওয়া যুবক রিপন পৌর সদরের ৭নং ওয়ার্ড বাতিখালী খ্রিস্টান পাড়ার রণজিৎ ওরফে মিখাইল মাখালের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ঘটনার দিন ভোরে নদীর চরে একটি মৃত দেহ পড়ে রয়েছে ভেবে চলাচলরত স্থানীয় লোকজন থানা পুলিশ কে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল নামে ওই যুবক কে উদ্ধার করে দেখেন মৃত নয় সে জীবিত রয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিরাপদ মন্ডল বলেন অনেক অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়, জ্ঞান না ফেরায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন ওই যুবক কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। সে পুরোপুরি সুস্থ হলে তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে হয়তো । তবে কারা এর সাথে জড়িত এবং পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.