পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ‘কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট’ ও ‘লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের’ উদ্যোগে উপজেলার রাড়ুলী, লস্কর ও সোলাদানা ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের ৮০ জন, দুপুরে লস্কর ইউনিয়নের লস্কর, লস্কর হাটে ও কড়ুলিয়া গ্রামে এবং বিকালে সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামে ১৫০ জন দুঃস্থ্, অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি কেএম আরিফুজ্জামান তুহিন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রমজান আলী সরদার ও জি এম তাজ উদ্দিন, তেজেন মন্ডল, প্রশান্ত মন্ডল, সেলিম মালী, দিনারুল ইসলাম, সালামুন হোসেন, মাবিউর রহমান কাদের ও বাসুদেব সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।