প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
পাইকগাছার দেলুটিতে সনাতনী ধর্মালম্বীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাইকগাছার দেলুটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সনাতনী ধর্মালম্বীদের উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দেলুটি পূর্বপাড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতনী ভাই-বোনদের সাথে উঠানে বৈঠক ও মতবিনিময় সভায প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা -৬ আসন (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি দীপক বৈরাগী। সভায় প্রধান অতিথি বলেন আগামীতে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো।
এসময় তিনি এলাকার সার্বিক খোঁজখবর নিলে নানাবিধ সমস্যার কথা শোনেন এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে কয়রা পাইকগাছা উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাও. গোলাম সারোয়ার, উপজেলার সেক্রেটারি মো. আলতাপ হোসেন, খুলনা দক্ষিণ ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিন, পৌরসভার সাবেক শিবির সভাপতি তামিম রায়হান, থানার শিবির সেক্রেটারি ইয়াসিন আরাফাত, দেলুটি ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল সরদার, সেক্রেটারি সেলিম গাজী, ইউনিয়ন উলামা বিভাগের সেক্রেটারি মাও. আব্দুল মান্নাফ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আল আমিন গাজী, সেক্রেটারি গোলাম সরোয়ার, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি আসাদুল ইসলাম, ইউপি সদস্য কিংশুক গাইন মন্ডল, নারায়ন বালা, অনির্বাণ, শঙ্কর রায়, বৈদ্যনাথ মন্ডল, অসীম সরকার, চিকিৎসক দীপক, তারক মন্ডল ও দীনেশ চন্দ্রনাথ মন্ডল, রনজিৎ মন্ডল, কৌশিক সরদার, শ্যামল মন্ডল, সৌরেন মন্ডল, শুভাষ মন্ডল, শ্যামল মন্ডল, প্রভাষক প্রনীত মন্ডল, প্রকাশ মন্ডল প্রমুখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.