পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ২ ও ৩নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে মাটির রাস্তা উঁচুকরণ ও মেরামত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চক্রিবক্রি বিভূতি সরকার এর বাড়ি হইতে পূর্ব অভিমুখী শিবপদ মন্ডল এর বাড়ি পর্যন্ত মোট ৫১০ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট প্রস্থ ও গড়ে ১ ফুট উচ্চতার রাস্তার সংস্কার কাজ এবং সোমবার সকালে পার মধুখালী চৌমোহনা খেয়া ঘাট হইতে রনজিত সাধুর বাড়ি পর্যন্ত মোট ৯৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ২.৫ ফুট উচ্চতার রাস্তার উভয় কাজের উদ্বোধন করেন দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রবীন্দ্রনাথ ম-ল, চম্পক বিশ্বাস ও লক্ষ্মী রানী সরকার, শাহাদাৎ হোসেন রানা, মামুনুর রশীদ, অনামিকা সরকার, দেবশ্রী মন্ডল, প্রতিমা ঢালী, সদস্য সচিব অতনু মন্ডল, শ্রাবন্তী সরকার, শুভ্রদেব সরকার, অবসর প্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শাওন মালাকার, বিভূতি সরকার, কালিপদ সরকার, প্রান্তিক মন্ডল, অনিমেষ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।