পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষ্যে সর্বশেষ টাস্কফোর্স কমিটির প্রাণিত তালিকার ৮৫৫ টি ভূমিহীন পরিবারের মধ্যে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী’র উপহার স্বরুপ ৬৮ টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। আগামী ৯ আগস্ট -২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে ২২ হাজার ৩৩৪ টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে পাইকগাছার কপিলমুনি’ ইউনিয়নের রামচন্দ্রনগর ৩২টি ঘর ও গদাইপুরের বিল পরানমালীতে ৩৬ টি মোট ৬৮ টি ভূমিহীন পরিবার ঘর পাবেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সাংবাদিকদের কাছে এমন তথ্য তুলে ধরেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পাইকগাছা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, সাবেক সভাপতি মাষ্টার আব্দুল গফুর, আলাউদ্দিন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, অমল মন্ডল, আবুল হাসেম, এফএম বদিয়ার রহমান, শফিকুল ইসলাম শফি (কপিলমুনি) প্রমুখ। প্রেস ব্রিফিং এ মমতাজ বেগম আরোও জানান, ইতোমধ্যে ১ম পর্যায়ে ২২০টি ঘর, ২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ৯৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। রাড়ুলী ইউপির চকভড়ভড়িয়াতে সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে ৭৩ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এর পর ৪র্থ পর্যায়ের ১ম ধাপে হরিঢালীর দক্ষিণ সলুয়াতে ৫১ পরিবার ও সর্বশেষ ২য় ধাপে ৬৮ পরিবারকে পুনর্বাসন করা হবে। আয়োজকরা জানিয়েছেন, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী’র পক্ষে খুলনা-৬’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান ভূমিহীন পরিবারকে জমি ও ঘরের যাবতীয় ডকুমেন্ট সমূহ হস্তান্তর করবেন।