পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পে (এসআরডিআই অঙ্গ) এর আওতায় সোমবার বিকাল তিনটায় পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত একদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম। মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, জি কেবিএসপি প্রকল্প (এসআরডিআই অংগ) পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা শামসুর নাহার রত্না, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল হুদা, খুলনা বিভাগীয় কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম রানা। এসময়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক সহ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটা পৌর সভার প্রশিক্ষণরত ৬০ জন কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, ফসলের আশানুরূপ ফলন পেতে বর্তমান সরকার কৃষি অধিদপ্তরকে নানা বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক আজকের এই প্রশিক্ষণ কর্মশাল জমিতে পরিমাণ মতো সার দিতে হবে। কম হলে পুষ্টির ঘাটতি দেখা দিবে। আবার বেশি হলেও ফসলের জন্য ক্ষতিকর হবে। তাই মাটি পরীক্ষার মাধ্যমে সার প্রয়োগ করা দরকার। এতে গাছের খাদ্য উপাদান বজায় থাকার পাশাপাশি উৎপাদন খরচ হ্রাস পায়। এসব বিষয়ে নিজে সচেতন হবেন। অপরকেও উৎসাহিত করবেন।
পাইকগাছায় সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট