পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জন সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপ্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী পরিচালক মো. পারভেজ মোল্যা। “সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক “- স্বাগত বক্তৃতা দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. বাবলুর রহমান উপস্থাপনায় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে ও রতন হালদার, মো. রবিউল ইসলাম, রবীন্দ্রনাথ বিশ্বাস, মো. জিয়াউর রহমান, রীতা মন্ডল বক্তৃতা করেন। এসময়ে প্রশিক্ষণরত ৩০ জন যুব ও যুবনারী উপস্থিত ছিলেন।
পাইকগাছায় সামাজিক ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট