পাইকগাছা প্রতিবেদক: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকের আলোকে সাক্ষরতা দিবস উপলক্ষ্যে পাইকগাছায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটা বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, প্রধান শিক্ষক সেলিনা আক্তার, রবীন্দ্রনাথ রায়, আব্দুস সবুর খাঁ, ডিএম শফিকুল ইসলাম, সুষমা রাণী মন্ডল, বিজন বিশ্বাস, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার, রামপ্রসাদ মন্ডল, শিবপদ সরকার, সাধনা ঘোষ, শামীমা নাসরিন, শাহানা ইয়াসমিন, আঞ্জুয়ারা খাতুন, পাপিয়া পারভীন এবং শিক্ষার্থীদের মধ্যে রাজবীর ও অলিশা রহমান। এসময়ে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট