প্রমথ সানা, পাইকগাছা: পাইকগাছা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের হিড়িক পড়েছে। ইচ্ছে মত একের পর এক দোকান ঘর নির্মিত হলেও প্রশাসনের কোন নজর নেই। উপজেলা পরিষদের সরকারি এই জমিতে শিশু পার্ক, স্মৃতিসৌধ, গণ গ্রন্থাগার, শিল্পকলা একাডেমী ভবন রয়েছে। রয়েছে একটি আদর্শ কিন্ডারগার্টেন। এসকল জায়গা সীমানা প্রাচীর দ্বারা বেষ্টিত থাকলেও দক্ষিণ পশ্চিম পাশের সীমানা প্রাচীর দীর্ঘদিন ভাংগা অবস্থায় রয়েছে। ঐঅংশে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তিই একটা দুইটা করে বর্তমানে অবৈধভাবে ৮টি দোকান ঘর গড়ে তুলছেন। বেশির ভাগ চায়ের দোকান হওয়ায় নানা কিসিমের লোকের সমাগম ঘটছে। পাশে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের চলাচলের সময়ে ওই দোকানে কিছু উঠতি বয়সীদের আনাগোনা দেখা যায়। অবৈধস্থাপনার কারণে শিশু পার্ক, স্মৃতিসৌধ হারাচ্ছে তার সৌন্দর্য। সবমিলিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া জনগুরুত্বপূর্ণ এ এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ও নিরাপত্তা জনিত ঝুঁকিও দেখা দিতে পারে এমনটাই মনে করছেন সুধীসমাজ। খোদ উপজেলা পরিষদের জায়গায় এমন অবৈধ স্থাপনা গড়ে ওঠার পরও প্রশাসনের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে জনৈক এক ব্যক্তির সহযোগিতায় দোকান ঘর তৈরী করেছেন বলে জানান ব্যবসায়ী অহেদুজ্জামান লিটন। মডেল মসজিদের রাস্তা পরিচ্ছন্ন রাখার জন্য অত্র স্থানে দোকান করেছেন বলে আরেকজন ব্যবসায়ী জানান। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কোন সুযোগ নেই। যদি কোথাও এ ধরণের অবৈধ স্থাপনা গড়ে ওঠে প্রশাসনের পক্ষ থেকে অপসারণ করা হবে সাফ জানিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।