পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর পিতা স্বর্গীয় শ্রীনিবাস চন্দ্র ঘোষ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বস্ত্র বিতরণ, ভগবত আলোচনা ও নারায়ণসেবা উপজেলার হরিঢালী ঘোষ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এসময়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলার শিবসা নদীর তীরবর্তী বাতিখালী, সরল, বয়রা গেট সংলগ্ন এবং কপোতাক্ষ নদীর তীরবর্তী কাটাখালীর বাসিন্দারদের মাঝে মঙ্গলবার রাতে সহধর্মিণীকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, ইউএনও ম্যাডাম খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওছার।
পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ
পূর্ববর্তী পোস্ট