পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় দেলুটির হরিণখোলায় ৩৩তম শহীদ করুণাময়ী দিবস পালিত হয়েছে। “বাঁচতে হলে লড়াই কর, চিংড়ি চাষ বন্ধ কর” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যাপী শহীদ করুনাময়ী স্মৃতিবেদী প্রাঙ্গণে সমাবেশেটি ভূমিহীন নেত্রী উর্মিলা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন ভূমিহীন নেতা শেখ শহীদুল ইসলাম, সুবোধ রায়, রাহেলা বেগম, মোস্তফা সরদার, অপর্না ভট্টাচার্য, নিলুফা বেগম, মোস্তাইন গাজী, আবু সাঈদ গাজী, আশুতোষ মণ্ডল, শ্যামল মণ্ডল, বিষ্ণুপদ মণ্ডল নিজেরা করির পক্ষে স্বপন কুমার দাস। এসময়ে বক্তারা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন চান, কৃষি জমিতে লবন পানির চিংড়ি চাষ বন্ধ, কৃষি জমি সুরক্ষা নারীর উপর সকল প্রকার সহিংসতা বন্ধের দাবী জানান। অনুষ্ঠানের শুরুতেই শহীদ করুণাময়ী সহ পরবর্তীতে আন্দোলনকারীদের স্মৃতি স্তম্ভে পুষ্প্যমাল্য অর্পন করা হয়। শহীদ করুণাময়ীসহ সকল মৃত আন্দোলনকারীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি গণনাটক “নয়া শকুন” মঞ্চস্থ করা হয়েছে।
পাইকগাছায় শহীদ করুণাময়ী দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট