প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
পাইকগাছায় লটারিতে এলসিএস কর্মী নির্বাচিত
পাইকগাছা প্রতিবেদক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় "পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় পাইকগাছা উপজেলাধীন ৩টি রাস্তার এলসিএস কর্মীদের চুড়ান্ত ভাবে বাছাইয়ের জন্য সরাসরি লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সভাপতিত্বে উপজেলার তিনটি ইউনিয়ন কপিলমুনি, সোলাদানা এবং লস্কর ইউনিয়নের মোট ২০ জন এলসিএস কর্মী লটারিতে নির্বাচিত হয়। কপিলমুনির রামনাথপুর তালতলা সড়কের কাজে ৫ জন কর্মী নির্বাচিত হয়েছেন যথাক্রমে নাসিরপুরের কল্পনা শীল ও নীলা শীল, কাশিমনগরের হাসিনা দাস ও জনতা রাণী দাশ এবং গোয়ালবাথানের আয়েশা খাতুন। এছাড়া ৩জন অপেক্ষামান রাখা হয়েছে। সোলাদানা ইউনিয়নে সোলাদানা ইউপি, সোলাদানা বাজার, গড়ইখালী জিসি সড়কের কাজে ৮ জন নির্বাচিত যথাক্রমে পারবয়ারঝাপার নাসিমা বেগম, ভেকটমারীর মনোয়ারা বেগম, টেংরামারীর কল্পনা বালা মন্ডল ও বিশাখা রাণী মিস্ত্রী , বেতবুনিয়ার মোছাঃ রাশিদা বেগম ও জাহানারা বেগম, খাটুয়ামারীর মিস রাজিয়া সুলতানা এবং পূর্ব ভেকটমারীর রেহানা পারভীন। এছাড়া ৫ জন অপেক্ষমান রাখা হয়েছে। লস্কর ইউনিয়নের লস্কর গড়ইখালী ইউপি'র পাইকগাছা জিপি, গিলাবাড়ী জিসি ভায়া বগুড়াচক সড়কের কাজে ৭জন নির্বাচিতরা হলেন লস্করের শাহানারা বিবি, লক্ষ্মীখোলার মর্জিনা বেগম, শিল্পী বেগম, ইতিকা গাইন, মোছাঃ রূপালী আক্তার, জেসমিন আক্তার এবং কাটাখালী গ্রামের মনোয়ারা বেগম। এছাড়া ৫ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। এসময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও স্বজল বিশ্বাস, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী ও দিলীপ কুমার মন্ডল, প্রকৌশলী অফিসের কার্য সহকারী কফিল উদ্দীন, সিও শারমিন সুলতানা, সাংবাদিক বৃন্দ সহ আবেদনকারীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.