পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফেশারিজ প্রজেক্ট (১ম সংশোধীত) আওতায় মাছ আহরণোত্তর পরিচর্চা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রশিক্ষক হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. কাওছার হোসেন আকন উপস্থিত ছিলেন। উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক মৎস্যজীবীদের ২ দিনব্যাপী প্রশিক্ষনে উপজেলার ৬ ইউনিয়নের ২৫ জন জেলে অংশগ্রহণ করেন।