প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
পাইকগাছায় মাছের পোনা অবমুক্ত
পাইকগাছা প্রতিবেদক: ২০২৫-২৬ আর্থিক সালে রাজস্ব বাজেটের অর্থায়নে মৎস্য অধিদপ্তরের আওতায় পাইকগাছায় অভ্যন্তরীণ জলাশয় এবং বর্ষা প্লাবিত, ধানক্ষেতে, প্লাবনভূমি, প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা মো. ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, ক্ষেত্র রণধীর সরকার, এসডিএফ ক্লাস্টার কর্মকর্তা নাসিম আনসারি, বিভিন্ন প্রতিষ্ঠিক জলাশয়ের প্রতিনিধি সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ২০২৫-২৬ আর্থিক সালে রাজস্ব বাজেটের অর্থায়নে উপজেলার ৪০টা প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৮৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.