পাইকগাছা প্রতিবেদক:
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষ দিয়ে সাজাই দেশ। সমৃদ্ধ করি বাংলাদেশ। পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন বাজেটের অর্থায়নে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১ টি মাদ্রাসায় ১৩ হাজার ৪০টা ফলজ গাছের চারা বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, পেয়ারা, কদবেল, আইস, মাল্টা প্রমুখ।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, পিআইও ইমরুল কায়েস, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, অধ্যক্ষ আজহার আলী, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্রদীপ কুমার শীল প্রমুখ।