প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা - ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক সভার আয়োজন করে। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, ইমরান সরদার, ওবায়দুল্লাহ সরদার, আবু হুরায়রা বাদশা ও নাজমুল হুদা মিন্টু। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.