পাইকগাছা প্রতিবেদক: পহেলা সেপ্টেম্বর বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা বিএনপির দু'গ্রুপের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এড. জিএম আব্দুস সাত্তার ও শাহাদাত হোসেন ডাবলু, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সিনিয়র যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, প্রণব কান্তি মন্ডল, আমিনুল ইসলাম বাহার, মেছের আলী সানা, মাষ্টার মুজিবর রহমান, মফিজুল ইসলাম টাকু, সরদার ফারুখ হোসেন, আজহারুল ইসলাম, আসাদুজ্জামান খোকন, অধীর কৃষ্ণ মন্ডল, তোফায়েল হোসেন, শেখ আসাদুজ্জামান ময়না, মনিরুজ্জামান মনি, সরদার সায়েদ আহমেদ প্রমুখ। অপরদিকে, সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। বিএনপিনেতা এসএম ইমদাদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গড়ইখালী ইউনিয়নের সভাপতি মিজান জোয়াদ্দার, লতা ইউনিয়ন সেক্রেটারি আনারুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মানিক, থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, লতা ইউনিয়নের সহ-সভাপতি ইব্রাহিম গাজী, আনন্দ কুমার মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কাদের, রাজিব নেওয়াজ, জুয়েল, বেলাল হোসেন, লিটন। এসময়ে উভয় গ্রুপের থানার স্ব স্ব নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।