পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায়
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতায় কপিলমুনি হাউলী প্রতাপকাটি সপ্রবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুপুরে কপিলমুনির হাউলি প্রতাপকাটী সপ্রবি ১-০ গোলে লতার হাঁড়িয়া খাসমোহল সপ্রবি কে পরাজিত করে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হয়েছে হাউলীর কামনা সরদার, সেরা গোলদার হাঁড়িয়ার চৈতালি মন্ডল। অপরদিকে, বিকেলে একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৩ গোলে লতার মুনকিয়া অমর কানন সপ্রবি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা মুনকিয়ার রাতুল রায় ও সিয়াম গাজী। অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী, কাউন্সিলর তৈয়বুর রহমান, বাংলাদেশ সরকারি প্রধান শিক্ষক সমিতির পাইকগাছা শাখার সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, প্রমুখ উপস্থিত ছিলেন। ধারাভাষ্য দেন, মহাসিন আযম, অনুপ কুমার সরকার ও নূরজামান টিটু। এছাড়াও সুস্মিতা রায়, লতিকা দেবনাথ , শাহানা ইয়াসমিন, নার্গিস পারভীন, শামিমা নাসরিন, গীতা রানী, মাহফুজা খাতুন, আজমেরী সুলতানা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।