প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
পাইকগাছায় পানি সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছায় পানি সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সিএসও/ সিবিওদের ভূমিকা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একশন টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশন এক্সেস সুইজারল্যান্ডস্থ হেলভেটাস বাংলাদেশ সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে শনিবার উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, ডরপ এর উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী। এসময় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি ও অব. সহকারী অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আলী হোসাইন, বাজেট মনিটরিং ক্লাবের সদস্য সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, রেজাউল করিম, খানজাহান আলী, লাবনী দাশ, লিল্টু মন্ডল, কনিকা, লিমা সরকার, আফরোজা বেগম, নারী নেত্রী নাজমুল নাহার ইতি, রেহানা বেগম, ছন্দা সুলতানা, লাবণী দাশ সহ ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ এবং স্বাস্থ্যগ্রাম দলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে পানি সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সিএসও/ সিবিওদের ভূমিকা সম্পর্কিত প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত প্রক্রিয়ায় ক্ষমতা বৃদ্ধি, সমস্যা চিহ্নিত করা, সমাধানে করণীয়, প্রতিনিধিদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে ধারণা, প্রতিনিধিত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অংশগ্রহণ মূলক নীতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, গুণাবলী বিকাশ, জবাবদিহিতা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাঠামো সম্পর্কে অবহিত, প্রশিক্ষণ মূল্যায়ণ শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.