
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় পাখি শিকারের অপরাধে এক যুবককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবক হাসিব রহমান (৩২) উপজেলার গজালিয়া গ্রামের কুদ্দস মোড়লের ছেলে। মঙ্গলবার সকালে গজালিয়া এলাকায় একজন এয়ারগান দিয়ে পাখি শিকার করছে এমন সংবাদ জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তাৎক্ষণিক উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন কে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠালে তারা হাসিবকে এয়ারগান ও এক’শ রাউন্ড সীসার গুলিসহ আটক করে। এ সময় তার কাছ থেকে শিকার করা বিভিন্ন প্রজাতির ৯টি পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাখি শিকারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর আওতায় আটক হাসিব কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য ফয়সাল হোসেন ও জাহাঙ্গীর প্রমুখ।