পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন কে ফুলেল শুভেচ্ছা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএমএম আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি মো. নিজাম উদ্দীন, সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, মো. জামিনুল ইসলাম, উত্তরণ ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজা সুলতানা ও কবীন্দ্র নাথ সানা প্রমুখ। সভায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রেরিত নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন স্কুলের সততা সংঘ এবং যে সমস্ত প্রতিষ্ঠানে সততা স্টোর আছে তাদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।