পাইকগাছা প্রতিবেদক:
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাইকগাছায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ। মডারেটর ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিচারক মন্ডলী ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন আহমেদ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, একাডেমিক সুপারভাইজার মীর ন‚রে আলম সিদ্দিকী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অবপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, আঃ.সালাম, রেখা রাণী, মিন্টু সাহা, শারমিন আক্তার, স্বজল সরকার, সুকুমার বিশ্বাস, মোঃ হাফিজুর রহমান, রেজাউল ইসলাম, মোঃ আব্দুস সালাম, কমিটির সদস্য প‚র্ণ চন্দ্র মন্ডল, মাহফুজা সুলতানা, সুমন কুমার শীল। এসময় বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় অংশরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রথম রাউন্ডে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও ল²ী খোলা কলেজিয়েট স্কুল বিজয় লাভ করে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে।