প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও নারী সমাবেশ
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতা এসকল কর্মসূচি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং নারী সমাবেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার স্বাগত বক্তৃতা করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, এসআই মোঃ আতিক রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সিনিয়ার নায়েবে আমীর উপাধ্যক্ষ মাও. গোলাম সরোয়ার, উপজেলা সেক্রেটারি আলতাপ হোসেন, সাংবাদিক আলাউদ্দিন রাজা, জালাল উদ্দিন, অব. ব্যাংকার প্রমিত রায় প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জামায়াত, সাংবাদিক বৃন্দ সহ সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.