পাইকগাছা প্রতিবেদক:
পাইকগাছায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পরিবার দীর্ঘদিন হিন্দুদের জমি দখল করে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলার সোলাদানা'র গোলবুনিয়ার মৃতঃ মনোজিৎ সরদারের ছেলে উজ্জ্বল সরদারর এ সংবাদ সম্মেলন করেছেন। লিখিত সংবাদ সম্মেলনে তিনি ভূমিদস্যু ও মামলাবাজ উল্লেখ করে একই ইউনিয়নের খাটুয়ামারীর বাসিন্দা উপজেলা ছাত্রলীগ সম্পাদক ফাইমিনের পিতা রুহুল আমীন ও তার ভাইরা ৩৫ বিঘা জমি জোর করে দখলে রেখেছেন। বেতবুনিয়া মৌজায় ১০,৪১৯ ও ৪৫৩ নং খতিয়ানের ১৬০, ২৫, ১১৩, ১১৬ দাগভূক্ত এ জমি বর্তমান জরিপে আমাদের নামে রেকর্ডসহ কর-খাজনাও পরিশোধ রয়েছে। উজ্জ্বল সাংবাদিকদের দৃষ্টি আকর্শন করে বলেন ,উল্লেখিত দাগ-খতিয়ানের এ জমি ভিপি তালিকাভুক্ত হলে দেওযানী-৪৩/৯৩ নং মামলা হয়। এ মামলায় রুহুল আমীন ও জামাল গংরা পক্ষভূক্ত ছিল। চুড়ান্ত পর্যায়ে বিজ্ঞ আদালত গত ২৫-১৯-২০০৫ সালে আমাদের পক্ষে রায়সহ একই বছরের ৩১ অক্টোবর ডিক্রি প্রদান করে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। রায়-ডিগ্রীর পর রুহুল আমীন গংরা আমাদের কাছ থেকে চিংড়ি ঘের করার জন্য চুক্তিবদ্ধ হয়।কিন্তু ইজারা চুক্তির মেয়াদ শেষ হলেও জমির দখল ছাড়েনি এবং এ পর্যন্ত কোন হারির টাকা পরিশোধও করেননি। বহুবার সালিসি সভা হলেও সমাধান হয়নি। স্বত্ব দখলীয় রেকর্ডীয় সম্পত্তি শান্তিপূর্ণ ভোগ দখল করতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে উজ্জ্বল আরোও অভিযোগ করেন রুহুল আমীনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ দখল বজায় রাখার চেষ্টা করছেন।