পাইকগাছা প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছা উপজেলা শাখার গ্রাম ডাক্তার বৃন্দের ও দুপুরে আইনজীবীদের সাথে পৃথক ভাবে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। দুটি সভায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সভাপতি আনোয়ার হোসেন ও আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড. পংঙ্কজ কুমার ধর। পৃথক দুটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন,” আমি নেতা হতে আসেনি, সেবক হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে পাইকগাছা-কয়রায় বিএনএম’র প্রার্থী হয়ে নোঙ্গর মার্কায় ভোট প্রার্থনায় নেমেছি”। আমি লন্ডন থেকে বড় ডিগ্রী বা জ্ঞান অর্জন করে ল’ফার্মের চাকুরীর প্রস্তাব উপেক্ষা করে দেশকে ভালো বেসে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেমেছি। তিনি আরোও বলেন, আমি নির্বাচিত হতে পারলে বৈষম্য থাকবে না, এলাকাকে ঢেলে সাজানো বা দৃশ্যমান উন্নয়ন করবো। এবারের নির্বাচন অন্য বারের মতো হবে না। এবারের নির্বাচন হবে উৎসব মুখর। আপনারদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ফলাফল গুণে নিবেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. সম বারর আলী। এ্যাড. মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনএম এর সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনি, ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের পিতা এ্যাড, মোজাফফর হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন ও সাংগঠনিক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল, এসএম শফি কামাল গফুর, এ্যাড. জিএ সবুর, তৈয়ব হোসেন, শফিকুল ইসলাম, প্রশান্ত ঘোষ সহ অনেকে।