পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবার মান বাড়াত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর আয়োজনে গ্রাম ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা কমিটি দ্বয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল। সভাপতিত্ব করেন সোলাদানা ইউনিয়ন কমিটির সভাপতি গ্রাম ডাক্তার দিপঙ্কর ঢালী। স্বাগত ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর এরিয়া ম্যানেজার মো. নাজমুল হুদা। এমপিও মো. সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন, গ্রাম ডাক্তার মো. রফিকুল ইসলাম, আমেলন্দু কুমার রায়, অহেদুল আহমেদ, আজমল হোসেন, বিধান চন্দ্র মন্ডল, আজমল হোসেন গাজী, রনজিৎ বাছাড়, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, গৌরাঙ্গ কুমার মন্ডল, পীযূষ কান্তি সানা, বিধান চন্দ্র মন্ডল, মো. আরাফাত হোসেন গাজী, দিপংকর ঢালী, পরিতোষ কুমার ঢালী, সুজয় কুমার সরদার।