পাইকগাছা প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি খুলনা জেলার পাইকগাছা উপজেলা কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি এসএম সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন। সভায় বক্তৃতা করেন, পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, শংকর কুমার দেবনাথ, অজিয়ার রহমান, মিজানুর রহমান, জয়দেব কৃষ্ণ রায়, গোবিন্দ লাল মন্ডল, মোঃ অহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় মন্ডল, নিজামুল হক, মানষ কুমার মন্ডল, লতিফুর রহমান, ইয়াছিন আলী, মনোরঞ্জন রায়, এস এম আব্দুল জব্বার প্রমুখ।