প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
পাইকগাছায় কাব্যগ্রন্থ ” রূপসী রেখার অন্তরালে” মোড়ক উন্মোচন
পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছায় রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ " রূপসী রেখার অন্তরালে" এর শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রোজবাড কিন্ডারগার্টেন এ রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদ পাইকগাছা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানাদি পরিষদের সভাপতি অশোক কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচনের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।বিশেষ অতিথি ছিলেন, রূপসী বাংলার প্রতিষ্ঠাতা বেগম শামসুন্নাহার, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএম এ রাজ্জাক, অ্যাড. শফিকুল ইসলাম কচি, প্রভাষক সুফল মন্ডল, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, বীরমুক্তিযোদ্ধা সরদার মো. নাজিম উদ্দীন, ব্রততী শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়।পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ কুমার ঢালী সঞ্চালনায় বক্তৃতা করেন, কবি ও ব্যাংকার বিকাশেন্দু সরকার, কবি জিএম এমদাদ, প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, লুৎফর রহমান, পঞ্চানন সরকার, সন্তোষ কুমার সরকার, সাংবাদিক বিভাসেন্দু সরকার ও পূর্ণ চন্দ্র মন্ডল, কবি অসীম রায়, সুশান্ত বিশ্বাস, তুহিন সরকার, চিকিৎসক জসিম উদ্দিন, লুৎফর রহমান, চিকিৎসক নাজমুল আহসান, মিনারুল ইসলাম, ইয়াসমিন আরা, বাপ্পি রাহা প্রমুখ। এসময় আলোচনা সভা, স্ব-রচিত কবিতা আবৃত্তি, গান শেষে সহ সংশ্লিষ্ট কবিদের কাব্যগ্রন্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.